New Update
/anm-bengali/media/post_banners/cfkNErvOFCB6rOD8PsS7.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এবারে এক ভিন্ন চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী রুপসা মুখোপাধ্যায়। ছবির নাম "নিধন"। রুপসার চরিত্রের নাম রাধা। যার একটি পা নেই। দুর্ঘটনায় হারিয়ে ফেলে এক পা। জীবনের এক অন্তদন্ধ এই ছবি। ছবির প্রতিটি ছন্দে রয়েছে সাসপেন্স ও রহস্য। পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক সঞ্জয় দাস। ছবিতে রুপসা মুখোপাধ্যায় এর বিপরীতে অভিনয় করছেন অভিনেতা মিত দাস। এছাড়া ছবিতে রয়েছেন রজতাভ দত্ত, সুপ্রিয় দত্ত, সোমা চক্রবর্তী, ভরত কল প্রমুখ। ছবিটি মুক্তি পাবে এই বছরের শেষে সিনেমা হলে। ইতিমধ্যে ছবির শ্যুটিং হচ্ছে পশ্চিম মেদিনীপুরে। ছবিটি মুক্তি পাবে "ড্রিম ওয়ার্ক প্রোডাকশ" এর ব্যানারে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us