ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণস্থলে ধ্বংস করতে হবেঃ ইউক্রেনীয় বিমান বাহিনী

author-image
Harmeet
New Update
ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণস্থলে ধ্বংস করতে হবেঃ ইউক্রেনীয় বিমান বাহিনী

নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের বিমান বাহিনী বলছে, নতুন করে আসা পশ্চিমা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার কেনা ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নতুন হুমকি মোকাবেলায় সহায়তা করবে। বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত কিয়েভে এক ব্রিফিংয়ে বলেন, "ইউক্রেন তাদের উৎক্ষেপণস্থলে ইরানি ক্ষেপণাস্ত্রগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে, যা সম্ভবত রাশিয়ার অভ্যন্তরেই হতে পারে।" তিনি বলেন, "তাদের অবশ্যই কোনওভাবে ধ্বংস করতে হবে, সম্ভবত যেখান থেকে তাদের উৎক্ষেপণ করা হয়েছে সেখান থেকে। কারণ আমাদের কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে লড়াই করার কোনও কার্যকর উপায় নেই, কেবল উৎক্ষেপণ পর্যায়ে তাদের শারীরিক ধ্বংস ব্যতীত।" ইহনাত বলেন, 'ইরানি ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা ৩০০ ও ৭০০ কিলোমিটার, যা নীতিগতভাবে ইউক্রেনের জন্য নতুন কিছু সৃষ্টি করবে না, কারণ যুদ্ধের প্রথম দিন থেকেই রুশ-নির্মিত ইস্কান্ডার ব্যবহার করা হয়েছিল।'