New Update
/anm-bengali/media/post_banners/2DETNcIjdi9i5ZdVui5H.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সেমিফাইনালে উঠেছে ভারত। সেমিফাইনালের ম্যাচ খেলার জন্য ইতিমধ্যে অ্যাডিলেডে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। রোহিত শর্মা, বিরাট কোহলিদের স্বাগত জানানোর জন্য শহরে বিশেষ আয়োজন করেছিল বিশ্বকাপ আয়োজকরা। টিম ইন্ডিয়ার হোটেলের বাইরে অপেক্ষা করছিলেন সমর্থকরা। সেখানে বাদ্যযন্ত্র সহকারে বরণ করে নেওয়া হয় তাঁদের। বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ম্যাচ রয়েছে।
Touchdown Adelaide 📍#TeamIndia | #T20WorldCuppic.twitter.com/absGUDySIK
— BCCI (@BCCI) November 7, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us