ফের গ্রামের রাস্তায় লাল ঝান্ডার ভিড়

author-image
Harmeet
New Update
ফের গ্রামের রাস্তায় লাল ঝান্ডার ভিড়


নিউজ ডেস্ক, ঝাড়গ্রাম: ফের গ্রামের রাস্তায় লাল ঝান্ডার ভিড়। পঞ্চায়েতের আগে কোমোর বেঁধে রাস্তায় নেমেছে বামফ্রন্ট। জাঠা কর্মসূচীর মাধ্যমে নতুন করে গ্রামে-গ্রামে জনসংযোগ শুরু করছে তারা। ফলও মিলছে। জঙ্গলমহলে প্রায় প্রতিটা মিছিলে লক্ষনীয় কর্মীকে পথে নামতে দেখা যাচ্ছে। যা বর্তমান সরকারের শাসনকালে একদমই বিরল ছিল। শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, সঙ্গে ছাত্র, যুব, মহিলাদের সঙ্গে নিয়ে 'গ্রাম জাগাও, চোর তাড়াও, বাংলা বাঁচাও' এই দাবিতে রাজ্য জুড়ে যে জাঠা সংগঠিত হয়েছে তারই প্রেক্ষিতে ঝাড়গ্রাম জেলার চন্দ্রী এলাকায় সোমবার মিছিল করা হয় সিপিএমের তরফ থেকে। পাশাপাশি চন্দ্রী পঞ্চায়েত অফিসে ডেপুটেশন জমা দেওয়া হয়। মূল দাবি ১০০ দিনের কাজে যে বকেয়া মজুরি তা অবিলম্বে তা প্রদান করতে হবে। ১০০ দিনের কাজ পুনরায় চালু করতে হবে। পঞ্চায়েতে যে লুটেরাদের রাজত্ব চলছে সেই লুটেরাদের রাজত্বের অবসান ঘটিয়ে মানুষের পঞ্চায়েত গড়ে তুলতে হবে। যতগুলো নিয়োগ হবে, স্বচ্ছতার সঙ্গে করতে হবে। এই দাবিতেই জাঠা কর্মসূচী চলবে।