/anm-bengali/media/post_banners/zXFGufslgwEzntHhRKf7.jpg)
নিউজ ডেস্ক, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলা হাসপাতালের অস্থায়ী ঠিকাদারের বিরুদ্ধে টাকা নিয়ে চাকরি করে দেওয়ার অভিযোগ করলো জেলার বেকার যুবক যুবতীরা। যেখানে রাজ্যের মন্ত্রীরা টাকা নিয়ে চাকরি করে দেওয়ার অভিযোগে জেলের ঘানি টানতে চলেছে, সেইখানে ঝাড়গ্রাম জেলার এক ঠিকাদারের বিরুদ্ধে উঠলো টাকা নিয়ে চাকরি করে দেওয়ার অভিযোগ। এই ঠিকাদারের দুর্নীতির ঘটনা নতুন নয়। এর আগেও হাসপাতালের অস্থায়ী ঠিকাদারের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। পরে হাসপাতালের ওপর মহলের অফিসারদের মদতে তা ধামাচাপা পরে যায়। কখনও অকারণে কর্মী ছাঁটাই তো কখনও কর্মীদের বেতন আটকে দেওয়ার অভিযোগ বারবার উঠে এসেছে ওই ঠিকাদারের বিরুদ্ধে। তাও ধরা পড়েনি ওই ঠিকাদার। কিন্তু এবার চাকরি প্রার্থীরা সরাসরি সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করলেন। তাদের অভিযোগ, হাসপাতালের ক্যাজুয়াল স্টাফের চাকরির জন্য কারও কাছ থেকে ৫০ তো কারও কাছ থেকে ৭০ হাজার টাকা চাইছেন ওই ঠিকাদার।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us