ত্বক উজ্জ্বল করতে ভরসা রাখুন মেথির উপর

author-image
Harmeet
New Update
ত্বক উজ্জ্বল করতে ভরসা রাখুন মেথির উপর

নিজস্ব সংবাদদাতা : প্রথমে মিক্সারে মেথির দানা ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এক কাপ জলে এই পাউডার অল্প আঁচে ফুটিয়ে নিতে হবে। এই ফুটন্ত মিশ্রণের মধ্যে এক চিমটে হলুদ দিতে হবে। মিশ্রণ ঘন হয়ে গেলে আঁচ বন্ধ করে দিতে হবে। এবার এই মিশ্রণ ছেঁকে নিয়ে ঠাণ্ডা করতে দিতে হবে। এর মধ্যে অ্যালোভেরা জেল মিশিয়ে এয়ারটাইট কৌটোতে রেখে ফ্রিজে ঠাণ্ডা করতে দিতে হবে।

  মেথির মস্ত বড় গুণ হল এর মধ্যে জীবাণু প্রতিরোধ করার ক্ষমতা আছে। এছাড়াও মেথি ভিটামিন সি আর ভিটামিন এ’র প্রাচুর্যে সমৃদ্ধ। বাড়িতে তৈরি মেথির এই ফেস ক্রিম ব্যবহার করলে মুখের মধ্যে দাগ, অ্যাকনে, ট্যান বা রোদে পোড়া দাগ এবং অন্যান্য ক্ষতর দাগ ধীরে ধীরে মিলিয়ে যায়। ত্বক আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল, টানটান, মসৃণ ও দাগছোপহীন হবে। তাছাড়া মেথি ত্বকে আর্দ্রতাও যোগান দেয়। তাই যাঁদের ত্বক শুষ্ক তাঁদের জন্য এই ফেস ক্রিম খুব কার্যকরী হবে।