New Update
/anm-bengali/media/post_banners/aWvxNO09RLkjzEhLIsjI.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ খেতাব জয়ের দৌড় থেকে ক্রমে পিছিয়ে পড়ছে অ্যাথেলেটিকো মাদ্রিদ। বিগত কয়েকটা ম্যাচে খুব একটা স্মরণীয় হয়নি ক্লাবের জন্য। লা লিগার সম্প্রতিতম ম্যাচে এস্প্যানিওলের বিরুদ্ধে পয়েন্ট হারিয়েছে তারা। ২৮ মিনিটে এস্প্যানিওল দশজনে হয়ে যাওয়ার পরেও কাজের কাজটি করতে পারেনি মাদ্রিদ। ম্যাচ শেষ হয় ১-১ ব্যবধানে। লা লিগা ক্রম তালিকার শীর্ষে বার্সেলোনা (৩৪ পয়েন্ট)। তৃতীয় স্থানে রয়েছে অ্যাথেলেটিকো মাদ্রিদ (২৪ পয়েন্ট)।
We share the points. pic.twitter.com/sXgPlITSpP
— Atlético de Madrid (@atletienglish) November 6, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us