New Update
/anm-bengali/media/post_banners/j9GgDXSg8cxATuBD68WT.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ চলতি লা লিগা ক্রম তালিকার সবার শেষে রয়েছে এলচে। ১৩ ম্যাচ খেলার পর একটিও জয় পায়নি দল। প্রাপ্ত পয়েন্ট চার। পরাজিত হয়েছে নয়টি ম্যাচে। ড্র চারটি ম্যাচে। ধারাবাহিক খারাপ পারফরম্যান্সের জেরে মরসুমের মাঝপথে চাকরি হারালেন জর্জ আলমিরন। তাঁকে কোচের পদ থেকে সরানোর খবর দেওয়া হয়েছে ক্লাবের পক্ষ থেকে।
📯 𝗢𝗙𝗜𝗖𝗜𝗔𝗟 | Jorge Almirón
— Elche Club de Fútbol 🌴🥇 (@elchecf) November 7, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us