কলকাতায় মধুচক্রের শিকার বৈভব কান্দপাল, আটক তিন

author-image
Harmeet
New Update
কলকাতায় মধুচক্রের শিকার বৈভব কান্দপাল, আটক তিন

​নিজস্ব সংবাদদাতাঃ সৈয়দ মুশতাক আলী ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলাকালীন কলকাতায় মধুচক্রের শিকার হন দিল্লির ক্রিকেটার বৈভব কান্দপাল। লাখ লাখ টাকা তোলাবাজির অভিযোগে তিনজনকে আটক করেছে বাগুইআটি থানা পুলিশ। তিনজনের বিরুদ্ধে সম্মতি ছাড়াই ক্রিকেটারের ছবি তোলা এবং তাঁকে ব্ল্যাকমেইল করার অভিযোগ রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বৈভব কান্দপাল ২ নভেম্বর বাগুইআটি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। বৈভব ২৯ অক্টোবর সৈয়দ মুশতাক আলী ট্রফির জন্য দিল্লি রাজ্য দলের সঙ্গে কলকাতায় গিয়েছিলেন এবং সল্টলেকের একটি হোটেলে ছিলেন।