New Update
/anm-bengali/media/post_banners/unDkDeD2TcDHmSlonUv3.jpg)
নিজস্ব সংবাদদাতা : স্থানীয় সময় সকাল সাড়ে ৫টা নাগাদ হঠাৎ করে কেঁপে ওঠে জাপানের ইবারাকি এলাকা। Japan Meteorological Agency তরফে জানা গিয়েছে, কম্পনের উৎসস্থল ভূমি থেকে ৪০ কিলোমিটার গভীরে। জায়গা বিশেষে ২০ সেকেন্ডে বা তার বেশি সময় ধরে কম্পন অনুভূত হয়। জাপানে ভূমিকম্প নতুন কিছু নয়। ভূপৃষ্ঠের তিনটি প্লেটের উপর অবস্থান করছে জাপান। ফলে যখনই সেই প্লেটগুলো একটু সরে যায়, তখনই কেঁপে ওঠে উদীয়মান সূর্যের দেশ। কম্পন অনুভূত হয় অলিম্পিক্সের আসরেও। তবে সুনামির কোনও সতর্কতা জারি করা হয়নি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us