মিগুয়েলের ৭ ম্যাচে ৭ গোল

author-image
Harmeet
New Update
মিগুয়েলের ৭ ম্যাচে ৭ গোল

নিজস্ব সংবাদদাতাঃ চলতি ইংলিশ প্রিমিয়ার লিগ ক্রম তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে নিউক্যাসেল ইউনাইটেড। প্রিমিয়ার লিগের সম্প্রতিতম ম্যাচে সাউদ্যাম্পটনের বিরুদ্ধে ৪-১ গোলে জিতেছে নিউক্যাসেল। এই ম্যাচেও গোল করলেন মিগুয়েল আলমিরন। এই নিয়ে সাত ম্যাচে সাতটি গোল হয়ে গেল তাঁর। ম্যাচের ৩৫ মিনিটে গোলটি করেছেন তিনি। ম্যাচে আধিপত্য না রেখেও জিতেছে ক্যাসেল।