New Update
/anm-bengali/media/post_banners/JRAqdeWzriaEuKh72ZEy.jpg)
নিজস্ব সংবাদদাতা: সামনেই জাঠদের গুরুপরব। তার আগে জাঠদের সুবিধার্থে এবার পাকিস্তানে সমন্বয় তৈরি করছে হাই কমিশন। পাকিস্তানের ইসলামাবাদে ভারতের হাইকমিশন জাঠদের নিরাপত্তার জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছে।
নির্দিষ্ট দিনে পাকিস্তানের বিভিন্ন গুরুদ্বারে জাঠদের সফরের সময় কোনও রকম সমস্যা যাতে না হয় তার জন্য ভারতের তরফে আলোচনা করা হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us