আর্সেনালের বিরুদ্ধে মাত্র ২৫৮টা পাস খেলেছে চেলসি

author-image
Harmeet
New Update
আর্সেনালের বিরুদ্ধে মাত্র ২৫৮টা পাস খেলেছে চেলসি

নিজস্ব সংবাদদাতাঃ ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে বড় জয় পেয়েছে আর্সেনাল। স্টামফোর্ড ব্রিজে ১-০ ব্যবধানে জয় পেয়েছে গানাররা। পরিসংখ্যান অনুযায়ী এদিনের ম্যাচে আড়াইশোর কিছু বেশই পাস খেলেছে চেলসি। মোট ২৫৮টি পাস নিজেদের মধ্যে তারা খেলেছে। যা সম্প্রতি অতীতে চেলসির খেলা সবথেকে কম সংখ্যক পাস।