New Update
/anm-bengali/media/post_banners/5BHGtrs5jjTlTIHqlKbD.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ইংলিশ প্রিমিয়ার লিগের বড় ম্যাচে চেলসি হারাল আর্সেনাল। গোটা ম্যাচ জুড়ে আধিপত্য বজায় রেখেছিল আর্সেনাল। নির্ধারিত সময়ে তৈরি হয়েছিল গোল হওয়ার মতো একাধিক সুযোগ। যদিও গোল হয়েছে মাত্র একটি ক্ষেত্রে। বিরতির পর সেট পিস থেকে গোল করে আর্সেনালকে এগিয়ে দিয়েছিলেন গ্যাব্রিয়েল। হাতে সময় থাকলেও সেই গোল আর শোধ করতে পারেনি চেলসি।
🤩 Big WIN in west London pic.twitter.com/WkyCXyGEMC
— Arsenal (@Arsenal) November 6, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us