New Update
/anm-bengali/media/post_banners/CDHT3Uf8OGxHzyVwfxGf.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ উপ নির্বাচনেও এবার একাধিক রাজ্যে জিতে গেল বিজেপি। বিজেপি প্রার্থী ভব্য বিষ্ণোই রবিবার হরিয়ানার আদমপুর আসনে জয়ী হয়েছেন। ভব্য বিষ্ণোই বিজেপি নেতা কুলদীপ বিষ্ণোইয়ের ছেলে যিনি আগস্টে কংগ্রেস থেকে পদত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়ার পরে আসনটি খালি করেছিলেন। এদিকে বিহারের গোপালগঞ্জ উপ-নির্বাচনে বিজেপি প্রার্থী কুসুম দেবী ১,৭৯৪ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us