দ্বিতীয়-অর্ধের জোড়া গোলে জিতল বার্সেলোনা

author-image
Harmeet
New Update
দ্বিতীয়-অর্ধের জোড়া গোলে জিতল বার্সেলোনা

নিজস্ব সংবাদদাতাঃ লা লিগায় অব্যাহত বার্সেলনার ধারাবাহিক ফর্ম। রবিবার আলমেইরার বিরুদ্ধে ম্যাচে ২-০ গোলে জিতেছে বার্সেলোনা। দুটি গোলই হয়েছে বিরতির পরে। ৪৮ মিনিটে প্রথম গোলটি করেন অসুমানে দেম্বেলে। এরপর দ্বিতীয় গোল ৬২ মিনিটে। গোলকর্তা ফ্রেঙ্কি ডি জং। ম্যাচের মোট বলের দখলের প্রায় ৭০ শতান্সগ ছিল বার্সেলোনা ফুটবলারদের পায়ে।