পিএসজির আগামী ম্যাচে হয়তো নেই মেসি

author-image
Harmeet
New Update
পিএসজির আগামী ম্যাচে হয়তো নেই মেসি

নিজস্ব সংবাদদাতাঃ আগামীকাল রয়েছে প্যারিস সেন্ট জার্মাইনের ম্যাচ। প্রতিপক্ষ লোরিয়েন্ট। এই ম্যাচে পিএসজির হয়ে হয়তো মাঠে নামবেন না লিওনেল মেসি। আগামী দিনের কথা ভেবে মেসিকে না-ও নামানো হতে পারে বলে মনে করা হচ্ছে। কিছু দিন আগেই চোট সারিয়ে মাঠে ফিরেছিলেন আর্জেন্টাইন তারকা। চোট সারিয়ে ফেরার পর চেনা ছন্দে রয়েছেন তিনি। সব মিলিয়ে লিগ ওয়ানের ম্যাচে লোরিয়েন্টের বিরুদ্ধে অনিশ্চিত লিও।