New Update
/anm-bengali/media/post_banners/SRQ5O1MuMgdQRfQcBlBJ.jpg)
নিউজ ডেস্ক, দীঘা: আজ পূর্ব মেদিনীপুর জেলার দিঘা মোহনায় উঠলো তেলিয়া ভোলা। যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। ওজন ৩৬ কেজি। প্রতি কেজির দাম প্রায় আট হাজার করে। কাঁথির ট্রলার মালিক বিবেক করনের ধরনী নামক একটি ট্রলারে ওঠে এই তেলিয়া ভোলা। এইদিন দীঘা মোহনার কেপিএস এর আড়তে মাছটিকে নিয়ে আসা হয় বিক্রি করার জন্য।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us