New Update
/anm-bengali/media/post_banners/brayo6OHbek6VSJfzDBv.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গলকে হারানোর পর চনমনে মেজাজে রয়েছে এটিকে মোহন বাগান। তবে আবেগে ভেসে যেতে নারাজ দলের ফুটবলাররা। কোচ হুয়ান ফেরান্দোর কোচিং-য়ে মুম্বই সিটির বিরুদ্ধে ম্যাচে ফোকাস করেছে সবুজ-মেরুন ব্রিগেড। মুম্বইগামী বিমান ধরার আগে এটিকে মোহন বাগানের অনুশীলনের কিছু ছবি পোস্ট করা হয়েছে সামাজিক মাধ্যমে। মুম্বই সিটির বিরুদ্ধে ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচ আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় মুম্বই ফুটবল এরিনায়।
Final touches before flying off to Mumbai ✈️#ATKMohunBagan#JoyMohunBagan#আমরাসবুজমেরুনpic.twitter.com/iQh3v3Ll5v
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) November 5, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us