তেলতেলে স্ক্যাল্পের কারণ কি জানেন?

author-image
Harmeet
New Update
তেলতেলে স্ক্যাল্পের কারণ কি জানেন?

​নিজস্ব সংবাদদাতাঃ  বেশিরভাগ মানুষের কিন্তু চুল নিয়ে সমস্যা হল, তাঁদের স্ক্যাল্প বা মাথার তালু তেলতেলে ফলে চুলও তেলতেলে এবং সবসময় পেতে থাকে এই তেলতেলে স্ক্যাল্পের সমস্যা থেকে মুক্তির নানা চেষ্টা আমরা প্রায় সব সময়ই করে থাকি কিন্তু সেগুলো বেশ খরচসাপেক্ষ, ফলে সবসময়ে হয়ত করা হয়ে ওঠেনা।


আবহাওয়ার ওপরে আমাদের চুল এবং ত্বকের অনেক বিষয় নির্ভর করে, ঠিক নানা সমস্যাও কিন্তু আবহাওয়া থেকেও হয়। তবে তেলতেলে স্ক্যাল্পের আরও নানা কারণ রয়েছে –

বাতাসে অতিরিক্ত আর্দ্রতা থাকলে তা মাথার তালু বা স্ক্যাল্প তেলতেলে করে তুলতে পারে। বিশেষ করে গ্রীষ্মপ্রধান দেশে এবং গরমকালে ও বর্ষাকালে এই সমস্যা বেশি হয়।

প্রয়োজনের তুলনায় বেশি কন্ডিশনার ব্যবহার করলে

নিয়মিত মাথায় তেল না লাগালেও কিন্তু স্ক্যাল্প তেলতেলে হয়ে যায়। না অবাক হবেন না প্লিজ, চুলে এবং স্ক্যাল্পে তেল মালিশ করার অর্থ হল তাকে পুষ্টি দান করা। কিন্তু যদি আপনি চুলে এবং স্ক্যাল্পে নিয়মিত তেল লাগান তাহলে পুষ্টির অভাবে স্ক্যাল্পের প্রাকৃতিক তেল বাইরে বেরিয়ে আসে এবং মাথার তালু ও চুল তেলতেলে করে তোলে।

নিয়মিত চুল ঠিকভাবে না ধুলে

বারবার চুল ধরলেও স্ক্যাল্প ও চুল তেলতেলে হয়ে যেতে পারে। হাতের থেকে ধুলো, ময়লা ও তৈলাক্তভাব স্ক্যাল্পে চলে যেতে বেশি সময় লাগে না।

মাথায় যদি খুশকি থাকে এবং তা নির্মূল না করা হয় তাহলেও কিন্তু স্ক্যাল্প তেলতেলে হয়ে যেতে পারে

শরীরে হরমোনের তারতম্য থেকেও এই সমস্যা দেখা দিতে পারে