New Update
/anm-bengali/media/post_banners/Wy7GzV8wUjlrXvA50pBv.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ শুরু হয়ে গিয়েছে উয়েফা ইউরোপা কনফারেন্স লিগ। ইতিমধ্যে শেষ হয়েছে গ্রুপ পর্বের খেলা। পরের পর্বের জন্য যোগ্যতা অর্জন করেছে ১৬টি দল। এখনও পর্যন্ত গোলের জন্য বল বাড়ানো বা অ্যাসিস্ট করার ক্ষেত্রে সবার আগে রয়েছেন ক্রিস্টিয়ান কোয়ামে। পরিসংখ্যান অনুযায়ী, ইতিমধ্যে পাঁচটি অ্যাসিস্ট রয়েছে তাঁর নামের পাশে। ক্রিস্টিয়ান ফ্লোরেন্টিনের ফুটবলার।
🟣 Christian Kouamé leading the assist charts 🅰️#UECLpic.twitter.com/zCI0ykObdT
— UEFA Europa Conference League (@europacnfleague) November 4, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us