ডলফিন স্কিন মেকআপ কীভাবে করবেন আপনি?

author-image
Harmeet
New Update
ডলফিন স্কিন মেকআপ কীভাবে করবেন আপনি?

নিজস্ব সংবাদদাতাঃ এই মুহূর্তে মেকআপের ক্ষেত্রে পৃথিবী জুড়ে যা ট্রেন্ডিং, তা হল ‘ডলফিন স্কিন’ । ইতিমধ্যেই অনেকে ডলফিন স্কিনের বিষয়টি জানেন। যাঁরা মেকআপ করেন বা মেকআপের ট্রেন্ড সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল তাঁরাও এই ডলফিন স্কিন-এর বিষয়ে জানেন।



ক্লিনজিং ও ময়শ্চারাইজ – যে কোনও লুক ট্রাই করার আগে ত্বক ভাল রাখার প্রাথমিক নিয়ম আপনাকে মেনে চলতেই হবে। ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিন। আপনার ত্বকের উপযুক্ত ময়শ্চারাইজার লাগিয়ে নিন। ত্বক চকচকে করে তোলার জন্য যে কোনও ভাল ফেস অয়েলও ব্যবহার করতে পারেন  ।

লিকুইড ফাউন্ডেশন – মেকআপ করতে গেলে ফাউন্ডেশন তো নিশ্চয়ই ব্যবহার করেন। এর ব্যবহার সম্পর্কেও আপনারা জানেন। ডলফিন স্কিন-এর জন্য লিকুইড ফাউন্ডেশন ব্যবহার করুন। ত্বকের মসৃণ উজ্জ্বলতা চাইলে যে কোনও প্রোডাক্ট সম্ভব হলে লিকুইড ফর্মে ব্যবহার করুন। ভাল ফল পাবেন। ইলুমিনেটিং ক্রিম বা স্ট্রবিং ক্রিমও ব্যবহার করতে পারেন।



চিক টিন্ট – ‘ডলফিন স্কিন’ লুকের জন্য হাই শাইন লিকুইড প্রোডাক্ট প্রয়োজন। মেকআপ কেনার সময় সেভাবেই কিনবেন। ফাউন্ডেশন ব্লেন্ড করে দেওয়ার পর লাল ঘেঁষা ব্লাশের শেড গালে অ্যাপ্লাই করুন।

হাইলাইটার– নাকের উপর, দুই ভুরুর মাঝখানে, ভুরুর নীচে আইশ্যাডোর উপর, গাল এবং চিবুকে অল্প পরিমাণে হাইলাইটার ব্যবহার করতে হবে। কিন্তু প্রয়োজনের থেকে বেশি হাইলাইটার আপনার সাজকে বিকৃত করে দিতে পারে। আরও বেশি উজ্জ্বল ত্বকের জন্য মেকআপের একেবারে শেষে আরও একটু হাইলাইটার নিয়ে গালে বুলিয়ে নিন।

মেকআপ সেটিং স্প্রে – ডিউই মেকআপ সেটিং স্প্রে  ব্যবহার করবেন।