/anm-bengali/media/post_banners/Kd5dT3EHkehsdJeVKqnE.jpg)
নিউজ ডেস্ক, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম থেকে লোধাশুলি পর্যন্ত রাজ্য সড়কের বেহাল অবস্থা। ১৪ কিলোমিটার ওই রাস্তা একেবারেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ঝাড়গ্রাম জেলা শহরে প্রবেশপথের ওই রাস্তাটি খারাপ হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনার ঘটনা ঘটছে। ওই রাস্তা দিয়ে প্রতিদিন ভারি গাড়ি যাতায়াত করে, যার ফলে রাস্তাটি বেহাল হয়ে পড়েছে বলে এলাকার বাসিন্দারা জানান। ওই রাস্তা দিয়ে নিয়মিত বালিগাড়ি সহ বহু ওভার লোড গাড়ি যাতায়াত করে। তাই রাস্তাটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। কিন্তু রাস্তাটি মেরামত করার কোনও উদ্যোগ গ্রহণ করেনি ঝাড়গ্রাম জেলা প্রশাসন। যার ফলে সমস্যায় পড়েছেন ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী বাইক চালক থেকে সাধারণ মানুষ। সেই সঙ্গে বিভিন্ন গাড়ির চালকদেরও সমস্যার মধ্যে পড়তে হয়েছে। ঝাড়গ্রাম জেলা শহরে যাওয়ার প্রধান রাস্তার অবস্থা বেহাল হওয়া সত্ত্বেও ঝাড়গ্রাম জেলা প্রশাসনের টনক নড়েনি। কবে গুরুত্বপূর্ণ ওই রাস্তাটি মেরামত করা হবে, সেই বিষয়ে উঠছে প্রশ্ন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us