ভ্যানের ধাক্কায় যাত্রী সমেত গাড়ি পড়ে গেল কুয়োয়! সলিল সমাধি ১০ জনের
ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল চার বছরের শিশুর! শোকে পাথর বাবা
পহেলগাঁওয়া হামলার বিরুদ্ধে কী পদক্ষেপ নিচ্ছেন প্রধানমন্ত্রী! খোলসা করলেন মন্ত্রী
পাকিস্তানের মেয়ে আসামের বধূ! এবার পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী
ভারতীয় হাইকমিশনের বাইরে পাকিস্তানিদের বিক্ষোভ! পাল্টা বিক্ষোভ দেখালেন প্রবাসী ভারতীয়রা
নিরাপত্তার গাফিলতি মেনে নিয়েছে সরকার! একী বলছেন কংগ্রেস নেতা
বিএসএফ নেতৃত্বে পরিবর্তন: দিল্লির দায়িত্বে রবি গান্ধী, পূর্বাঞ্চলে মহেশ আগরওয়াল
পাকিস্তানের সুরে কথা বলছেন কংগ্রেস নেতা-মন্ত্রীরা! উঠল বিস্ফোরক অভিযোগ
আমাদের জমিতে আমাদের দেশের মানুষকে ধর্মের ভিত্তিতে হত্যা করতে দেব না! এবার গর্জে উঠলেন আসাউদ্দিন ওয়াইসি

চিনা রকেট মহাকাশে ভেঙে আছড়ে পড়ল প্রশান্ত মহাসাগরে, ক্ষয়ক্ষতি কি হল!

author-image
Harmeet
New Update
চিনা রকেট মহাকাশে ভেঙে আছড়ে পড়ল প্রশান্ত মহাসাগরে, ক্ষয়ক্ষতি কি হল!

নিজস্ব সংবাদদাতাঃ মহাকাশে বিপত্তির পর চিনের রকেট ভেঙে পড়ল প্রশান্ত মহাসাগরে। চিনা রকেটের ২৩ টন ওজনের একাংশ মহাকাশ থেকে সজোরে আছড়ে পড়ল মহাসাগরে। চিনা রকেটের একাংশের ধ্বংসাবশেষ আছড়ে পড়ে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। চিনের মহাকাশ সংস্থা 'লং মার্চ' নামের একটি রকেটটি উৎক্ষেপণের পাঁচদিন পর মহাসাগরে ভেঙে পড়ল। গত ৩১ অক্টোবর তিয়ানগং স্পেস স্টেশন থেকে 'লং মার্চ' উৎক্ষেপণ করা হয়েছিল।


চিনের মহাকাশ সংস্থার তরফে জানানো হয়েছে, স্পেস স্টেশনে প্রয়োজনীয় সামগ্রী পাঠানোর জন্য এটাই তাদের শেষ উদ্যোগ। সফল উৎক্ষেপণের পরেও রকেটের একাংশ চিনা মহাকাশ সংস্থার নিয়ন্ত্রণে হারিয়েছিল। রকেটের ভেঙে পড়া অংশ কোথায় পড়তে পারে, তা আগাম জানিয়ে দেওয়া হয়েছিল। প্রশান্ত মহাসাগরে ভেঙে পড়তে পারে এই চিনা রকেট, তেমন বলা হয়েছিল। কিন্তু সেটা যদি জনবহুল কোনও স্থানে পড়ত তাহলে বড় ক্ষতি, জীবনহানি পর্যন্ত হতে পারত। এই ঘটনা যাতে আবার না হয় তার জন্য আন্তর্জাতিক আইন আনা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর আগেও ২০২১ সালের এপ্রিল মাসে ৫ থেকে ৯ টন ওজনের লং মার্চ মহাকাশযানের একাংশ ভেঙে পড়েছিল ভারত মহাসাগরে।