জম্মু ও কাশ্মীর বিধানসভায় শোকপ্রস্তাব পাশ, সম্মতি প্রদান বিজেপির
পরিবহন থেকে ক্রীড়া ইভেন্ট : স্পেন-পর্তুগালের ব্ল্যাকআউটে বিপর্যস্ত মানব জীবন
ওটিটি প্ল্যাটফর্মের বিষয়বস্তু নিয়ে ফের একবার প্রশ্ন তুললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
স্পেনে বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত মাদ্রিদ, উদ্ধারকাজে ব্যস্ত দমকল ও পৌরকর্মীরা
পাকিস্তানিদের প্রতিশোধের জন্য প্রস্তুত থাকা উচিৎ! হুঁশিয়ারি কংগ্রেস সাংসদের
ভারতের সঙ্গে যুদ্ধের ভয়ে পাকিস্তান ছেড়ে পালিয়ে গিয়েছেন পাক সেনাপ্রধান!
বিদ্যুৎ বিভ্রাট : স্পেনে রেল সংকট— ছোট রুটের ট্রেন পরিষেবা ফিরিয়ে আনতে মরিয়া সরকার
যুক্তরাষ্ট্র ছাড়ল মার্কিন শিশু! শিশু বিতাড়নে ট্রাম্প প্রশাসনের ব্যাখ্যা—পরিবার ভাঙা নয়, একসঙ্গে রাখার চেষ্টা
কটাক্ষ নাকি পরিকল্পনা? ট্রাম্পের ‘৫১তম রাজ্য’ মন্তব্যে কানাডায় চরম অস্বস্তি

পঞ্চায়েতী সভার উদ্বোধন করলেন চন্দ্রিমা ভট্টাচার্য

author-image
Harmeet
New Update
পঞ্চায়েতী সভার উদ্বোধন করলেন চন্দ্রিমা ভট্টাচার্য

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুর জেলা মহিলা তৃণমুল কংগ্রেসের ডাকে শুক্রবার দুপুরে মেদিনীপুর সদর ব্লকের কনকাবতী কমিউনিটি হলে অনুষ্ঠিত হল পঞ্চায়েতী সভা। এদিনের সভার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন মেদিনীপুর সদর বিধানসভার বিধায়ক জুন মালিয়া, পশ্চিম মেদিনীপুর জেলা মহিলা তৃণমুল সভাপতি মামনি মান্ডি সহ অন্যান্য নেতৃত্ব। 


মূলত আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে মহিলা সংগঠন গুলিকে শক্তিশালী করার লক্ষ্যে এই সভায় আলোচনা করা হয়। পশ্চিম মেদিনীপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে, মেদিনীপুর সদর ব্লকের কঙ্কাবতিতে পঞ্চায়েতি সভায় উপস্থিত থাকার পাশাপাশি শুক্রবার দুপুরে রাজ্য সরকারের "চলো গ্রামে যাই" কর্মসূচিতেও অংশ নিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। শুক্রবার দুপুরে স্থানীয় মহিলা নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে নিয়ে গ্রামের বিভিন্ন মানুষের বাড়ি বাড়ি গিয়ে সরকারের বিভিন্ন জনকল্যাণ মূলক প্রকল্প সম্পর্কে গ্রামের মহিলাদের অবগত করেন মন্ত্রী। সঙ্গে ছিলেন মেদিনীপুর বিধানসভার বিধায়ক জুন মালিয়া, বিধায়ক উত্তরা সিংহ হাজরা সহ অন্যান্যরা।


 কর্মসূচি শেষে মন্ত্রী জানান, 'রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নতুন কর্মসূচি "চলো গ্রামে যাই" তে বেশ ভালো সাড়া পাচ্ছি। কারণ সামনেই পঞ্চায়েত নির্বাচন, তার প্রাক্কালে গ্রামের মানুষদের কাছে পৌঁছানোয় যেমন তাদের অভাব অভিযোগ গুলি জানতে পারছি, তেমনই গ্রাম এলাকার মানুষদের সরকার কর্তৃক বিভিন্ন পরিষেবা পাওয়ার বিষয়ে জানতে পেরে খুশি হচ্ছি।'