New Update
/anm-bengali/media/post_banners/Pr8gVctxCGmOKqXULzQT.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এরিক টেন হ্যাগ দায়িত্ব নেওয়ার পর থেকে বদলাতে শুরু করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগের মতো ইউরোপা লিগেও ধারাবাহিকতা বজায় রাখছে ম্যান ইউ। ইউরোপা প্রতিযোগিতায় পরপর পাঁচ ম্যাচে জয় অর্জন করেছেন ইউনাইটেড। গ্রুপ পর্বের ছয় ম্যাচের মধ্যে পরাজয় একটি মাত্র মাত্র। গ্রুপ 'ই'-এর শীর্ষে থাকা রিয়াল সোসিয়াদাদের বিরুদ্ধে ১-০ ব্যবধানে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
🏁 Closing out our #UEL group campaign with a win.#MUFC
— Manchester United (@ManUtd) November 3, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us