কর্ণাটকে চিতা বাঘের হানাদারি, আহত অনেকে

author-image
Harmeet
New Update
কর্ণাটকে চিতা বাঘের হানাদারি, আহত অনেকে

নিজস্ব সংবাদদাতাঃ ফের চিতা বাঘের হানাদারি। এবার কর্ণাটকের মাইসুরু এবং কণক নগরে হানা দেয় চিতা বাঘ। যার জেরে মাইসুরু এবং কণক নগরে বেশ কয়েকজন আহত হন। পরে ওই চিতা বাঘটিকে উদ্ধার করে বন দফতরের হাত তুলে দেন স্থানীয়রা।

 ​