/anm-bengali/media/post_banners/zMjs4woLgWisDBHxiLNR.jpg)
সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি: সরকারি নির্দেশকে মান্যতা দিয়ে পর্যটন ব্যবসা চালানোর জন্য রিসর্ট মালিকদের সচেতন করল প্রশাসন। সোমবার রাতে জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লক প্রশাসনের তরফে রিসর্ট মালিকদের সংগঠন গরুমারা টুরিজম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে একটি বৈঠক হয়। মূর্তির একটি বেসরকারি রিসর্টে আয়োজিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন মেটেলির বিডিও বিপ্লব বিশ্বাস, মেটেলি থানার আইসি নীলম সঞ্জীব কুজুর, মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি বিক্রম রুনডা। প্রশাসনের তরফে রিসর্ট মালিকদের বেশকিছু নির্দেশ দেওয়া হয়েছে। রাত ৯টার পর পর্যটকরা যাতে রিসর্ট থেকে বাইরে না বের হয়, সেদিকে খেয়াল রাখার কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া ভ্যাকসিনের দুটো ডোজ নেওয়া থাকলে, আরটি-পিসিআর অথবা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট রিপোর্ট নেগেটিভ হলে তবেই পর্যটকদের রিসর্টে থাকার অনুমতি দেওয়া যাবে। রিসর্ট মালিকদের সংগঠনের সম্পাদক দেবকমল মিশ্র জানান, মূর্তির বেহাল রাস্তা সংস্কার সহ বেশকিছু বিষয়ে আলোচনা হয়েছে। প্রশাসনের কর্তারা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us