নিজস্ব সংবাদদাতাঃ আজ অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হয়েছিল পাকিস্তান - দক্ষিণ আফ্রিকা। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল পাকিনস্তান। আর এদিন ডিএলএস মেথডে দক্ষিণ আফ্রিকাকে ৩৩ রানে হারিয়ে দিল বাবর বাহিনী। এরই সঙ্গে সেমিফাইনালে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান। এরপর যথাক্রমে নেদারল্যান্ড এবং জিম্বাবয়ের বিরুদ্ধে লড়াই করতে হবে বাবরদের।