/anm-bengali/media/post_banners/z86gO5w3nKcmIZIqsEu2.jpg)
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার বিজেপির ঝাড়গ্রাম জেলা কার্যালয়ে বিজেপির মহিলা মোর্চার উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ওই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য নেত্রী তনুজা চক্রবর্তী, বিজেপির ঝাড়গ্রাম জেলার সভাপতি তুফান মাহাত সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
ওই আলোচনা সভায় বিজেপির মহিলা মোর্চার নেত্রী তনুজা চক্রবর্তী বলেন, 'আমরা সন্ত্রাস ও রক্ত মুক্ত পঞ্চায়েত নির্বাচনের দাবি জানিয়েছি পুলিশকে এবং নির্বাচন কমিশনকে। আমরা যদি বলি কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচন করতে হবে, কিন্তু রাজ্য তা মানবে না। তাই পঞ্চায়েত নির্বাচন হবে রাজ্য পুলিশ দিয়ে। সেই জন্য পুলিশের কাছে সন্ত্রাস ও রক্তমুক্ত পঞ্চায়েত নির্বাচন করার দাবি জানানো হয়েছে।' আগামী দিনে কোন পথে দল চলবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি বলেন, 'তৃণমূল কংগ্রেস চোরের দল। ছোট থেকে বড় সবাই চুরি করেছে। কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে খাট এর তলা থেকে। অত্যাচার, সন্ত্রাস গোটা রাজ্য জুড়ে চলছে, ২০০ জন দলের কর্মী খুন হয়েছে। কয়েক হাজার দলীয় কর্মী ঘর ছাড়া রয়েছে। আমরা পঞ্চায়েত নির্বাচনে মাঠে থাকবো, প্রতিটি আসনে প্রার্থী দেবো। মানুষ বিজেপির পাশে রয়েছে তা প্রমাণ হবে। যদি অবাক ও শান্তিপূর্ণভাবে ভোট হয় তৃণমূল কংগ্রেস কোথাও জয় লাভ করতে পারবে না। মানুষ বিজেপিকে ভোট দিয়ে জয়ী করবে।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us