ত্রিপুরা: কংগ্রেস-বিজেপি সংঘর্ষের পর বিশলগড়ে ১৪৪ ধারা জারি

author-image
Harmeet
New Update
ত্রিপুরা: কংগ্রেস-বিজেপি সংঘর্ষের পর বিশলগড়ে ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিনিধি-ত্রিপুরার সিপাহিজালা জেলার অন্তর্গত বিশলগড় এলাকায় বুধবার কংগ্রেস এবং ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির মধ্যে একের পর এক রাজনৈতিক সংঘর্ষ ছড়িয়ে পরে।প্রত্যক্ষদর্শীরা জানান, পতাকা লাগানো নিয়ে বিরোধের পর উভয় পক্ষের কর্মীরা শারীরিক সংঘর্ষে লিপ্ত হয়,পাথর নিক্ষেপ ও আগ্নেয়াস্ত্র ব্যবহারও হয় সেখানে। উভয় পক্ষের রাজনৈতিক কর্মীরা আহত হন বলে জানা গেছে, সিকান্দার আলি নামে এক কংগ্রেস কর্মীর মাথায় আঘাত লেগেছে এবং তাকে চিকিৎসার জন্য আগরতলায় জিবি হাসপাতালে রেফার করা হয়েছে।বিশলগড়ের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম)ইতিমধ্যেই পরিস্থিতি সামাল দিতে সেখানে ১৪৪ ধারার অধীনে নিষেধাজ্ঞা জারি করেছে যাতে উত্তেজনা আর বৃদ্ধি না পায়।উত্তেজনা প্রশমনের জন্য পুরো এলাকা জুড়ে সিআরপিএফ, টিএসআর এবং পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।