New Update
/anm-bengali/media/post_banners/dSamUlP2pawRb2pP9eks.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ হিমাচল প্রদেশের মতো এবার গুজরাটেও বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে। চলতি বছরের আগামী ১ ডিসেম্বর ভোট। এই ভোট হবে দু দফায়। প্রথম দফায় ১৯টি জেলার ৮৯টি আসনে ভোট হবে।
সেই জেলাগুলি হল, কচ্ছ, সুরেন্দ্রনগর, মোরবি, রাজকোট, রাজকোট, জামনগর, দেবভূমি দ্বারকা। পোরবন্দর, জুনাগড়, গির সোমনাথ, অমরেলী, ভাবনগর, বোটাদ, নর্মদা, ভারুচ, সুরাট, তাপী, ডাংস, নবসারী, বলসাড।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us