New Update
/anm-bengali/media/post_banners/bcBLGslToXKLZPYFo7De.jpg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর :ডেবরার এক স্কুলে নামতা বলতে না পারায় পড়ুয়াকে বেধড়ক মারধরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। ক্ষুব্ধ এলাকাবাসী। ভয়ে স্কুলে যাচ্ছে না পড়ুয়ারা।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৩ নং সত্যপুর অঞ্চলের কুচলী প্রাইমারি স্কুলে। স্কুল খোলার প্রথম দিনই তিন জন পড়ুয়াকে নামতা জিজ্ঞাসা করে ওই স্কুলের এক শিক্ষক। নামতা ঠিক মতো বলতে না পারায় একের পর এক লাঠির ঘা দেওয়া হয়।
ঘটনা সোমবারের হলেও পড়ুয়াদের গায়ের দাগ বৃহস্পতিবার পর্যন্তও মেটেনি।আর যা নিয়েই ক্ষোভে ফুসছে এলাকাবাসী। আর এই ঘটনার পরেই ভয়ে স্কুলে যেতে চাইছে না বেশ কিছু পড়ুয়া।আর এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছে স্কুল কর্তৃপক্ষ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us