মাস্কের নয়া নির্দেশে অফিসের ফ্লোরেই ঘুমোচ্ছেন টুইটারের কর্মী, ভাইরাল ছবি

author-image
Harmeet
New Update
মাস্কের নয়া নির্দেশে অফিসের ফ্লোরেই ঘুমোচ্ছেন টুইটারের কর্মী, ভাইরাল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ টুইটারের মালিকানা বদলেছে। টুইটারের আপাতত নয়া কর্ণধার এলন মাস্ক। মার্কিন ধনকুবেরের হাতে টুইটারের মালিকানা হস্তান্তরিত হওয়ার পর এবার মাইক্রো ব্লগিং সাইটে একগুচ্ছ পরিবর্তন এনেছেন এলন মাস্ক। যার মধ্যে টুইটারের কর্মীদের বাড়িতে বসে কাজের সুযোগ যেমন বন্ধ করছেন মাস্ক, তেমনি ৩ হাজারের বেশি কর্মীকে চাকরি থেকে ছাঁটাই করছেন মাস্ক। এসবের মধ্যে এবার ভাইরাল হল এলন মাস্কের অফিসের ছবি। যেখানে টুইটারের এক কর্মীকে অফিসের ফ্লোরেই কম্বল জড়িয়ে ঘুমোতে দেখা যাচ্ছে। টুইটারের কর্মীর এমন ছবি প্রকাশ্যে আসার পর তা নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায়। এলন মাস্কের হাতে টুইটারের মালিকানা যাওয়ার পর তিনি কর্মীদের সপ্তাহে ৭ দিন কাজের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে প্রত্যেক দিন ১২ ঘণ্টা করে অফিস করতে হবে বলেও নির্দেশ আসে মাস্কের তরফে।





টুইটারে পরিবর্তন আনতে একগুচ্ছ নয়া নির্দেশিকা যখন মাস্ক জারি করছেন, সেই সময় সেখানকার কর্মীদের অফিস ফ্লোরে ঘুমনোর ছবি ভাইরাল হতে শুরু করে।