সাহিত্য দুনিয়ায় শোকের ছায়া, প্রয়াত বিখ্যাত সাহিত্যিক

author-image
Harmeet
New Update
সাহিত্য দুনিয়ায় শোকের ছায়া, প্রয়াত বিখ্যাত সাহিত্যিক



নিজস্ব সংবাদদাতাঃ
ফের একবার সাহিত্য দুনিয়া গভীর শোকের ছায়া নেমে এল। জানা গিয়েছে, প্রখ্যাত লেখক টিপি রাজীবন বুধবার রাতে কোঝিকোড়ে প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৩ বছর। জানা যায়, লিভার, কিডনির অসুখের জেরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তিনি তার দুটি কাল্পনিক রচনার জন্য সর্বাধিক পরিচিত - 'কেটিএন কোত্তুর: এজুথুম জিভিথাভুম' এবং 'পালেরি মানিকিয়াম: ওরু পাথিরাকোলাপাথাকট্টিন্তে কথা'