কখন গোমেদ ধারণ করতে হবে?

author-image
Harmeet
New Update
কখন গোমেদ ধারণ করতে হবে?

নিজস্ব সংবাদদাতা: জ্যোতিষশাস্ত্র অনুসারে রাহু-কেতুর অন্যান্য গ্রহের ন্যায় শারীরিক কোনও অস্তিত্ব নেই। রাহু-কেতু গাণিতিক বিন্দুমাত্র। জ্যোতিষশাস্ত্র মতে রাহুর গুরুত্ব অপরিসীম।  বুধবার অথবা শনিবার শোধন করে গোমেদ ধারণ করা উচিত। রাহু বৃহস্পতি অথবা মঙ্গলের রাশিতে অবস্থান করলে সোনা অন্যথায় রুপোতে ধারন করা উচিত।