নিজস্ব সংবাদদাতা : মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমার হেলিকপ্টার বুধবার উমিয়াম হ্রদের কাছে জরুরি অবতরণ করেছে। হেলিকপ্টারটি তুরা থেকে শিলং যাচ্ছিল বলে জানা গেছে। খারাপ আবহাওয়ার কারণে জরুরি অবতরণ করা হয়েছে।তবে সাংমা এলাকার নৈসর্গিক দৃশ্য উপভোগ করেছেন।
তিনি ইউনিয়ন খ্রিস্টান কলেজের ক্যাম্পাসে হাঁটতে গিয়েছিলেন যেখানে তার হেলিকপ্টার অবতরণ করে। মেঘালয়ের মুখ্যমন্ত্রী তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে ছবি শেয়ার করেছেন।সাংমা কলেজের ক্যান্টিনে স্থানীয় খাবারও খেয়েছেন।