শাহরুখের প্রশ্নের কি উত্তর দিলেন রানিদের কোচ ?

author-image
Harmeet
New Update
শাহরুখের প্রশ্নের কি উত্তর দিলেন রানিদের কোচ ?

​নিজস্ব সংবাদদাতাঃ রানিদের ইতিহাসের পর শুভেচ্ছা বার্তা আসে ‘চক দে ইন্ডিয়া’-র কবীর খান বলিউড বাদশা শাহরুখের। কোচ জোর্ড মারিনের পোস্ট রিট্যুইট করে লিখেছিলেন, ২ রা নভেম্বর ধনতেরাস। যেদিন আবার তাঁর জন্মদিন। ধনতেরাসের আগে সোনা আনো ভারতে। আর বলিউড বাদশার রিট্য়ুইটের এবার জবাব দিলেন রানিদের কোচ জোর্ড মারিন।