নিজস্ব সংবাদদাতা: মানিক ভট্টাচার্যর বিরুদ্ধে বিস্ফোরক তাপস মণ্ডল। ‘টাকা নিতে মহিষবাথানের অফিসে লোক পাঠাতেন মানিক, ডিএলএড কলেজে অফলাইনে ছাত্র ভর্তির টাকা যেত মানিকের কাছেই, ছাত্র পিছু ৫ হাজার টাকা করে দেওয়া হত মানিককে, মানিককে টাকা দেওয়া হত নগদেই’, সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে হাজিরা দিতে এসে জানায় তাপস মণ্ডল