New Update
/anm-bengali/media/post_banners/I1ihACXkK8XQjenzLVv5.jpg)
নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার ত্রিপুরায় ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে এনএলএফটি সন্ত্রাসবাদীদের গুলিতে সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) দুই জওয়ান নিহত হয়েছেন।
সীমান্ত রক্ষী বাহিনী জানিয়েছে, সকাল সাড়ে ৬টার দিকে রাজ্যের ধলাই জেলায় এই হামলা চালানো হয় এবং নিহতদের মধ্যে বাহিনীর একজন সাব-ইন্সপেক্টরও রয়েছেন।
পানিসাগর সেক্টরে জেলার চাউমানু থানা এলাকার অধীনে অবস্থিত আর সি নাথ সীমান্ত পোস্টের কাছে এই হামলার ঘটনা ঘটে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us