নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি হিরণ চট্টোপাধ্যায় দেবের বিরুদ্ধে বেশ কিছু কড়া মন্তব্য করেন। হিরণ দেবকে কটাক্ষ করেন। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে ঘাটালের সাংসদ দেব বলেন, ‘দেব এমন কিছু করেনি, যে মাথা নিচু করে থাকতে হবে । হিরণ আমার ভাল বন্ধু, ওকে কিছু বলার নেই। হিরণকে জবাব দেওয়ার কিছু নেই’ । সিনেমা জগতের সহকর্মী হিরণকে কোনওরকম আক্রমণে না গিয়ে অভিনেতা-নেতা দেব বলেন, ‘হয়ত রাজনৈতিক ভাবে আবেগপ্রবণ হয়ে হিরণ কিছু বলেছেন’ ।