New Update
/anm-bengali/media/post_banners/g6YzlcfDHbcH3EDEbwK9.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে আরও একটা অর্ধশতরান করেছেন জস বাটলার। যার সুবাদে কুড়ি বিশের ক্রিকেটে ইংল্যান্ডের সর্বাধিক রান প্রাপক ব্যাটসম্যানদের তালিকায় সর্বোচ্চ স্থানে উঠে এসেছেন তিনি। পরিসংখ্যান অনুযায়ী, জসের নামের পাশে এখন রয়েছে ২ হাজার ৪৬৮ রান। তাঁর ঠিক পরেই রয়েছেন ইয়ন মর্গ্যান। টি২০ ক্রিকেট কেরিয়ারে তাঁর প্রাপ্ত রান সংখ্যা ২ হাজার ৪৫৮।
Jos Buttler becomes England's most prolific run-getter in Men's T20Is 🌟#ENGvNZ#T20WorldCuppic.twitter.com/JyIHOrRN5y
— ICC (@ICC) November 1, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us