New Update
/anm-bengali/media/post_banners/5RfrTj98wgjGEpOurWAD.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ইস্টবেঙ্গল এফসি কোচ স্টিফেন কনস্টানটাইনের নতুন সহকারী নিয়োগ করা হতে পারে। সন্মুগম বেঙ্কটেশ আগামী দিনে লাল হলুদ শিবিরে যোগ দিতে পারেন বলে মনে করা হচ্ছে। এর আগে স্টিফেন দ্বিতীয়বার ভারতের জাতীয় দলের কোচ হিসেবে কাজ করার সময় বেঙ্কটেশকে সহকারী হিসেবে বেছে নিয়েছিলেন। সম্প্রতি অনূর্ধ্ব-২০ ভারতীয় দলের কোচের পদ থেকে সরে গিয়েছেন তিনি। সেই সুত্র ধরে ময়দানের একাংশের অনুমান, স্টিফেনের সঙ্গে ফের জুটি বাঁধতে পারেন তিনি।
Former East Bengal player Mahesh Gawali will take over as head coach of the India U-20 national team in place of Shanmugam Venkatesh.#IndianFootballpic.twitter.com/IrFAcxkj6i
— 𝗧𝗢𝗥𝗖𝗛 𝗕𝗘𝗔𝗥𝗘𝗥𝗦 (@TORCH__BEARERS) October 30, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us