এক আশ্চর্য বন্ধুত্বের সাক্ষী থাকল অলিম্পিক

author-image
Harmeet
New Update
এক আশ্চর্য বন্ধুত্বের সাক্ষী থাকল অলিম্পিক

​নিজস্ব সংবাদদাতাঃ বন্ধুত্ব আসলে কী? এমন এক বন্ধন, যা চিরকালীন অটুট। বন্ধুত্ব মানে সুখ-দুঃখ ভাগাভাগি। হাত ধরাধরি করে হাঁটা দুই বন্ধুর। টোকিও অলিম্পিক এমনই এক আশ্চর্য বন্ধুত্বের ছবি তুলে ধরল। ইতালির গিয়ানমার্কো তাম্বেরি আর কাতারের মুতাজ় বারশিমের কথাই জানা যেত না, যদি না হাইজাম্প ইভেন্টটাতে নামতেন। গত চার বছর ধরে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ঘনিষ্ঠ বন্ধু তাম্বেরি আর বারশিম। কতটা গভীর সে সম্পর্ক, সেটা জানা ছিল না। দু’জনেই সোনার জন্য লড়ছিলেন। ২.৩৯ (৭ ফুট ১০ ইঞ্চি) মিটারটা আর টপকাতে পারছিলেন না। দুটো লাফের পর হঠাত্‍ই পায়ে চোট পান বন্ধু তাম্বেরি। এতটাই যে, আর নামতেই পারছিলেন না শেষ লাফে। নিয়ম অনুযায়ী প্রতিপক্ষ না থাকায় সোনা জিতে যাওয়ার কথা ব্রাশিমেরই। ‘বন্ধুহীন’ কেউ হলে হয়তো সেই পথই বেছে নিতেন। ব্রাশিম অভিনব পথ বেছে নিলেন।