New Update
/anm-bengali/media/post_banners/p1laYKbUimHlPMdGmL2P.jpg)
নিজস্ব প্রতিনিধি-লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকির পর মহারাষ্ট্র সরকার সলমন খানের নিরাপত্তাকে ওয়াই প্লাস ক্যাটাগরিতে উন্নীত করেছে।অভিনেতা অক্ষয় কুমার এবং অনুপম খেরকেও এক্স-ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে এই নিরাপত্তার খরচ বহন করবেন এই সেলেবরা নিজেই, সলমনের কাছে সব সময় চার-সশস্ত্র নিরাপত্তা কর্মী থাকবে এবং অক্ষয় ও অনুপমের সুরক্ষার জন্য শিফটে তিনজন নিরাপত্তা কর্মকর্তা থাকবেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us