উগান্ডায় ভারতীয় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

author-image
Harmeet
New Update
উগান্ডায় ভারতীয় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিনিধি-উগান্ডার কিসোরো শহরে ২৪ বছর বয়সী এক ভারতীয় ব্যবসায়ীকে এক পুলিশ কনস্টেবল গুলি করে হত্যা করেছে বলে এক সুত্রের মাধ্যমে জানা গেছে।মৃতের নাম কুন্তাজ প্যাটেল।





ফিল্ড ফোর্স ইউনিটের (এফএফইউ) ২১ বছর বয়সী পুলিশ কনস্টেবল এলিওদা গুমিজামুর (২৭ অক্টোবর) ওপর হত্যার অভিযোগ আনা হয়েছে, যখন তিনি প্রধান রাস্তায় অপরাধস্থল থেকে পালানোর চেষ্টা করছিলেন।