New Update
/anm-bengali/media/post_banners/n7v499ydSX9SqVHP2pCT.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টে নামার আগে আত্মবিশ্বাসী বাংলা দল। বাংলা আগামী ম্যাচ হিমাচল প্রদেশের বিরুদ্ধে। চলতি মরসুমের প্রথম থেকেই ছন্দে থাকারর ইঙ্গিত দিয়েছে বঙ্গ ব্রিগেড। কোয়ার্টার ফাইনালে নামte চলেছে দল। হিমাচল প্রদেশ চার ম্যাচ জিতে গ্রুপ পর্বে শীর্ষে ছিল। অন্য দিকে লক্ষ্মীরতন শুক্লার ছেলেরাও ফর্মে রয়েছেন। তাই মঙ্গলবার অভিমন্যু ঈশ্বরণদের প্রতি প্রত্যাশাও থাকবে একটু বেশি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us