​নিজস্ব সংবাদদাতাঃ গতকাল অস্ট্রেলিয়ার পার্থের অপ্টাস স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত হেরে গেলেও ওই ম্যাচে অর্ধ শতরান হাঁকিয়েছিলেন সূর্যকুমার যাদব। তিনি এদিন ৪০ বলে ৬৮ রান করেছিলেন। আর এদিনের পর তিনি টি -টোয়েন্টি ২০২২ বিশ্বকাপের সর্বাধিক রানের তালিকায় টপ ১০-এ উঠে এসেছেন। রবিবারের পর তিনি রয়েছেন ষষ্ঠ নম্বরে। আর এই তালিকায় রয়েছেন ভারতের বিরাট কোহলি।