শুরু হয়ে গেল বাগানের পরের ম্যাচের টিকিট বিক্রির প্রক্রিয়া

author-image
Harmeet
New Update
শুরু হয়ে গেল বাগানের পরের ম্যাচের টিকিট বিক্রির প্রক্রিয়া

নিজস্ব সংবাদদাতা: ডার্বি জয় এখন অতীত। " আমরা পেশাদার ", এই কথা আগেই বলেছেন এটিকে মোহন বাগান কোচ জুয়ান ফেরান্ডো। বাগানের আগামী ম্যাচ নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। ১০ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচ। ইতিমধ্যে শুরু জয় গিয়েছে অনলাইনে টিকিট বিক্রির প্রক্রিয়া।