নিজস্ব সংবাদদাতা : ১ নভেম্বর এসসিও কাউন্সিল অফ হেডস অফ গভর্নমেন্টের বৈঠক অনুষ্ঠিত হতে চলেচে বলে জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকটি হবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে।বার্ষিক বৈঠকটি সংস্থার বাণিজ্য ও অর্থনৈতিক এজেন্ডা কেন্দ্রিক এবং এর বার্ষিক বাজেট অনুমোদন করে।
২১তম বৈঠক এটি।সভায় এসসিও সদস্য দেশ, পর্যবেক্ষক রাষ্ট্র, এসসিও-এর মহাসচিব, এসসিও আঞ্চলিক সন্ত্রাসবিরোধী কাঠামো (RATS), তুর্কমেনিস্তানের নির্বাহী পরিচালক এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন বলে খবর বিদেশ মন্ত্রক সূত্রে।